মৌলভীবাজারে একদিনে আরও ৯১ জনের করোনা শনাক্ত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ  

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ২ শতাংশ। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) সিভিল সার্জন অফিসের  দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গতকাল এই হার ৩০ দশমিক ৬ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে। ২৪ ঘণ্টায় ৮১ জন সুস্থ হলেও মৃত্যুবরণ করেননি কেউ। তবে বেসরকারি তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় জেলায় ৩জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু বরণ করেছেন। 

নতুন শনাক্ত ৯১ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৩ জন, রাজনগরে ২১ জন, কমলগঞ্জে ৬ জন, বড়লেখায় ২৩ জন, কুলাউড়ায় ১০ জন, শ্রীমঙ্গলে ৯ জন, জুড়ীতে ১৯ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৯৪১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে সুস্থ হওয়া ৮১ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ১৩ জন, জুড়ীর ৩৪ জন, শ্রীমঙ্গলের ১৭ জন, কুলাউড়ায় ১৭ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৩ জনে। 

জেলায় এখন পর্যন্ত ৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২৩ জন রয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন