এস এম ফজলুঃ
কঠোর লকডাউন শিথিল করায় টানা ১৪ দিন মৌলভীবাজারে খুলেছে দোকানপাট। বুধবার মধ্যরাত থেকে আটদিনের জন্য কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। ফলে শহরে সড়কে আবারও স্বাভাবিক হয়েছে গণপরিবহন চলাচল, ফিরেছে কর্মচাঞ্চল্য। পুরোনো রূপে ফিরেছে মৌলভীবাজার। সরেজমিনে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, শহরে সকল ধরনের দোকানপাট খুলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলেছে শপিংমল ও মার্কেট। তবে দীর্ঘ বিরতির পর দোকান খোলায় চলছে পরিচ্ছন্নতার কাজ। খুব বেশি দেখা যায়নি ক্রেতা। জাতীয় পরামর্শক কমিটির পাশাপাশি বিশেষজ্ঞরা বিধিনিষেধ আরও কঠোর করার পরামর্শ দিলেও ‘ঈদ উদযাপন ও দরিদ্র মানুষের রোজগারের স্বার্থে’ তা শিথিল করেছে সরকার। তবে ২৩ জুলাই ভোর থেকে ফের ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হবে। আজ থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আসনের অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে বাস খোলা থাকলেও স্বাস্থ্যবিধি মানতে তেমন দেখা যায়নি। মৌলভীবাজার সেন্ট্রাল রোডের ব্যবসায়ী বলেন, অনেকদিন পরে আজ দোকান খোলেছি। এখনও তেমন বেচা বিক্রয় হয় নাই । মানুষ কাপড় ক্রয় করছে বেশি। পথচারি এক যাত্রী বলেন, এইমাসে যা বেতন পাব তার অধিকাংশই খরচ হয়েছে রিকশা ভাড়ায়। এছাড়াও ঈদের পর তো লকডাউন রয়েছেই, তখন তো আবার গণপরিবহন বন্ধ থাকবে, তখনও আবার বিপদে মুখে পড়তে হবে। উল্লেখ্য, করোনা মহামারি রোধে গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এই সময়ে গণপরিবহণ, অফিস, শপিংমল বন্ধ রাখা হয়। ঈদের সপ্তাহে সারাদেশে কোরবানির পশুর হাট বসানোরও অনুমতি দেওয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন