জিবিনিউজ 24 ডেস্ক//
কোভিড-১৯ আক্রান্ত হলেন বৃটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তিনি নিজেই তার কোভিড আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং উপসর্গও গুরুতর পর্যায়ে নেই। তিনি কোভিড ভ্যাকসিনের উভয় ডোজই গ্রহণ করেছিলেন। শরীর কিছুটা খারাপ লাগায় শনিবার তিনি কোভিড টেস্ট করান। এতে ফলাফল পজেটিভ এসেছে। তিনি জানিয়েছেন, বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি।
নিজের কোভিড আক্রান্ত হওয়ার কথা জানিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন সাজিদ জাভিদ।
এতে তিনি বলেন, গত শুক্রবার রাতে শরীর কিছুটা খারাপ লাগায় সকালে উঠে পরীক্ষা করান তিনি। এরপরই ফলাফলে দেখা যায় তিনি কোভিড আক্রান্ত হয়েছেন। তিনি আরও বলেন, ভ্যাকসিনের দুই ডোজ নেয়ার কারণে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমার উপসর্গগুলো অত্যন্ত সামান্য। ভিডিওতে তিনি মানুষদের ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান। বলেন, সবাই যদি নিজের দায়িত্বটা পালন করে তাহলে সবাই আসলে নিজেকে এবং নিজের প্রিয়জনদের রক্ষা করছে। একইসঙ্গে তিনি এনএইচএসকে সাহায্য করছে এবং আমাদের বেঁচে থাকার উপায় টিকিয়ে রাখছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন