দেশের মালিক জনগণ: পরিবেশমন্ত্রী

জিবিনিউজ 24 ডেস্ক//

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের মালিক জনগণ। তাই সর্বোচ্চ গুরুত্ব ও সম্মানের সঙ্গে মাঝে ত্রাণ বিতরণ করতে হবে। সতর্কতার সঙ্গে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি এসময় জনগণের প্রতি আহ্বান জানান।

রোববার (১৮ জুলাই) ভার্চুয়ালি ঈদে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার ৯ হাজার ১৯২ জন দুস্থ ও অসহায়ের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, করোনা মহামারীর শুরু থেকে এ সময় পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে সরকার। এ মানবিক সহায়তা অব্যাহতভাবে চলমান থাকবে।

এসময় কেউই খাদ্যের অভাবে থাকবে না বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

জুড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্ম্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন