শ্রীমঙ্গল এলাকাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায়
এসআই মো. জাকির হোসেন, এএসআই মো. সামসুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে শনিবার (১৭জুলাই) দুপুরে সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। তখন উক্ত ইউনিয়নের ঘাটিবস্তি এলাকার মোঃ টেনু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় একই বাড়ি থেকে মৃত ফজর আলীর ছেলে মোঃ টেনু মিয়া (৪০) কেও গ্রেফতার করা হয়।
জানা যায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা সূত্রে আরও জানা যায়, উক্ত ঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা রুজু হয়েছে। আসামীকে যথাযথ পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন