জিবিনিউজ 24 ডেস্ক//
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধক টিকা পাওয়ার জন্য ১৫ হাজার ৩৬ জন বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থী আবেদন করেছেন। টিকা পাওয়ার জন্য সবচেয়ে বেশি আবেদন করেছেন চীনগামী শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
টিকা পাওয়ার জন্য সবচেয়ে বেশি আবেদন করেছেন চীনগামী শিক্ষার্থীরা। ৬ হাজার ১৯ জন চীনগামী শিক্ষার্থী আবেদন করেছেন। কানাডাগামী ১ হাজার ৯৯৮ জন, ভারতগামী ১ হাজার ৬২, যুক্তরাজ্যগামী ১ হাজার ৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
গত ১৩ জুলাই থেকে বিদেশগামী শিক্ষার্থীদের টিকার জন্য আবেদন শুরু হয়েছে। আগামী ২৭ জুলাই পর্যন্ত তারা আবেদন করতে পারবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন