কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ না করে বিতরণ করুন: শাকিব

জিবিনিউজ 24 ডেস্ক//

মাসের পর মাস কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ না করে বিতরণ করে দিতে সামর্থ্যবানদের অনুরোধ জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সোমবার (১৯ জুলাই) নিজের অফিশিয়াল ফেসবুকে লিখে তিনি এ আহ্বান জানান।

শাকিব খান লেখেন, পৃথিবী আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে কতো দিন লাগবে সেটি এখনো অনিশ্চিত। সমস্ত পৃথিবীকে এখনও ভোগাচ্ছে করোনা ভাইরাস। তবে বিশ্বের অন্যান্য দেশের মানুষ একটু বেশি সচেতন ছিলো বিধায় তারা অনেকটা স্বাভাবিক জীবনযাপনের দেখা পেয়েছেন। কিন্তু অন্য দেশের তুলনায় বাংলাদেশে বর্তমানে আরো বেশি করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বেড়েছে। কোভিড-১৯ সংক্রমণ যেভাবে বাড়ছে; ভবিষ্যৎ বলছে, পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে!

 

তিনি আরো লেখেন, আসন্ন কোরবানির ঈদ হয়তো সবার মুখে সমান হাসি ফোটাবে না! কারণ একদিকে করোনার তাণ্ডব, অন্যদিকে সাধারণ মানুষের অর্থনৈতিক মন্দা। করোনা ঊর্ধ্বগতির মধ্যে ঈদে নাড়ি টানে অনেকেই শহর ছাড়ছেন। প্রশ্নটা নিজেকেই করুন, আপনার পরিবার ও স্বজনদের বিপদে ফেললেন না তো?

মাংস ফ্রিজে সংরক্ষণ না করে বিতরণ প্রসঙ্গে শাকিব খান লেখেন, এবার ঈদে অনেকের রুটি-রুজির নিশ্চয়তা নেই। অনেকেই আছেন যারা কবে তৃপ্তি করে দুই মুঠো খেতে পেরেছেন বলতে পারেন না। এবারের কোরবানির ঈদটা না হয় তাদের কথা চিন্তা করেই হোক! সামর্থ্যবানরা মাসের পর মাস কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ না করে বিতরণ করুন হত-দরিদ্রদের মাঝে। এতে যেমন অসচ্ছলদের ক্ষুধা মিটবে, তেমনি হবে মানবতার কল্যাণ। আর এই আত্মত্যাগই তো কোরবানির আসল মাহাত্ম্য।

সবশেষে, সাবধানতা মেনে সবাইকে ঈদ উদযাপন করতে অনুরোধ করেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। এছাড়া সুস্থ থেকে সরকারি বিধিনিষেধ মেনে চলতে এবং নিজের পরিবার স্বজনের সুরক্ষার নিশ্চিত করতেও অনুরোধ করেছেন শাকিব খান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন