জিবিনিউজ 24 ডেস্ক//
টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাইয়ে ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়ে অন্তত ৩১ জন মারা গেছেন। বৃষ্টিপাত আরো বাড়লে বেশ কয়েকটি স্থানে নতুন করে ভূমিধস দেখা দিতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।
অনেক বাড়িতে পানি ঢুকে পড়ায় বাসিন্দারা নিজেরাই লেগে পড়েছেন পানি সরানোর কাজে। জলাবদ্ধতার কারণে ভেঙে পড়েছে সব ধরনের যোগাযোগব্যবস্থা। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।
কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানায়, রোববার (১৮ জুলাই) ভোরে ভিখরোলি এলাকায় একটি আবাসিক ভবনধসে তিনজন মারা গেছেন।অতিবৃষ্টিতে ভূমিধসের ঘটনায় বেড়েছে প্রাণহানি। ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এরই মধ্যে বিপজ্জনক এলাকার মানুষের সরিয়ে নিতে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
কর্মকর্তারা জানিয়েছেন, চেম্বুরের ভারত নগর থেকে ১৫ জন এবং ভিখরোলির সূর্যনগর এলাকা থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন