জিবিনিউজ 24 ডেস্ক//
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচি পরিবর্তন করা হয়েছে। ভেন্যু এক থাকলেও তারিখ বদলে গেছে তিন ম্যাচের।
পূর্বের সূচি অনুযায়ী, হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি হওয়ার কথা ছিল ২৩, ২৫ এবং ২৭ জুলাই। তার বদলে এখন ম্যাচগুলো হবে ২২, ২৩ এবং ২৫ জুলাই।
ভেন্যু অপরিবর্তিতই থাকবে। তিনটি ম্যাচই শুরু হবে একই সময়ে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে)।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সফরের সম্প্রচার জটিলতা কাটাতে দুই দেশের মধ্যেকার বোর্ড আলোচনার মাধ্যমে এই সূচি পরিবর্তনে সম্মত হয়েছে বলে জানিয়েছে তারা।
তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের সূচিতে কোনো পরিবর্তন আসছে না। মঙ্গলবার (২০ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন