মৌলভীবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব ফরিদ খান এর নির্দেশে দেশব্যাপী অসহায় হতদরিদ্র কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব। তারি ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে অসহায় হতদরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহারের মধ্যে ছিলো - চাল দশ কেজি, দুই লি: সোয়াবিন তৈল, চার কেজি পিয়াজ, এক কেজি চিনি, এক কেজি ময়দা, এক কেজি লবণ, এক পেকেট সেমাই।
(২০ জুলাই) মঙ্গলবার সকাল ০৯: ঘটিকায় বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগীয় সভাপতি ও বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম.এ রুমান আহমেদ প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির মধ্যে অসহায় হতদরিদ্র কর্মহীন পরিবারের বাড়ীতে বাড়ীতে গিয়ে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন।
আর্থিক সহযোগীতায় ছিলেন - বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা ড. আবু তাহের, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সুহেল আহমদ রাজু ( যুক্তরাষ্ট্র প্রবাসী) , বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ ফরহাদ রশিদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন