জিবিনিউজ 24 ডেস্ক//
দীর্ঘদিন পর মঙ্গলবার (২০ জুলাই) আলিপুর আদালতে মুখোমুখি হওয়ার কথা ছিলো নিখিল জৈন এবং নুসরাত জাহানের। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে নিখিল জানিয়েছিলেন, এই মুহূর্তে তিনি শহরের বাইরে। মঙ্গলবার নিখিল-নুসরাতের মামলার পরবর্তী দিনও পিছিয়ে গেলো।
আদালত সূত্রে খবর, করোনা আবহে প্রত্যেক দিন সব বিচারপতি আদালতে এসে উপস্থিত হচ্ছেন না এবং বেঞ্চ গঠন হচ্ছে না। যার ফলে মঙ্গলবার নুসরাতের বিরুদ্ধে নিখিলের করা দেওয়ানি মামলার শুনানি হলো না।
নুসরাত আর নিখিলের সঙ্গে থাকতে চান না, এ কথা বুঝতে পেরে নিখিল আলিপুর আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন। মঙ্গলবার সেই মামলার শুনানির দ্বিতীয় তারিখ ছিলো।
নিখিল জানিয়েছিলেন, তিনি আদালতে উপস্থিত না থাকলেও তার প্রতিনিধি সেখানে থাকবেন। কিন্তু নুসরাতকে আদালতে এসে বলতে হবে, তিনি নিখিলের সঙ্গে কোনা সম্পর্ক রাখতে চান না।
আইনি প্রক্রিয়ায় বিয়ে হয়নি নিখিল-নুসরাতের। তাই অ্যানালমেন্টের মাধ্যমেই নুসরতের থেকে আলাদা হতে চেয়েছেন নিখিল। কিন্তু বিচারপতিদের অনুপস্থিতিতে আপাতত শুনানি স্থগিত। আবার পরবর্তী তারিখ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে দু’পক্ষকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন