জিবিনিউজ 24 ডেস্ক//
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে কমপক্ষে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের আরো ৩৮০ অভিবাসনপ্রত্যাশীকে।
বুধবার (২১ জুলাই) দেশটির রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়।
লিবিয়ার জুওয়ারা উপকূল থেকে রওনা দেয়া নৌকাটিতে সিরিয়া, মিশর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা ছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।
সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দিতে চাওয়া অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন