নজরুল ইসলাম!
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২৬ শে টিভির চেয়ারম্যান জনাব আব্দুল আহাদ চৌধুরীর মমতাময়ী মাতা জয়তুন্নেছা খানম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে ওয়েষ্ট লন্ডন বাসির উদ্যোগে অদ্য ২২শে জুলাই ২০২১ইং রাত ১২ ঘটিকার সময় সেন্ট্রেল লন্ডনের কেনসেল রাইজের রোহিত রেষ্টুরেন্টে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
কমিউনিটি নেতা মোহাম্মদ সাহিদুর রহমানের সঞ্চালনায় ও বিশিষ্ট কমিউনিটি নেতা তারাউল ইসলাম সভাপতিত্বে সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন রাখেন ই পি ভার সভাপতি সানুর খান, বি বি সি এর সভাপতি সেলিম চৌধুরী, সাবেক সভাপতি কাউন্সিলার সামসুল ইসলাম সেলিম, নর্থ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ হাসান, বিবিসি এর সাধারণ সম্পাদক তফাজ্জুল মিয়া, ব্যবসায়ী আব্দুল হাফিজ, হিফজূর রহমান, আনোয়ার আলী, লিটন চৌধুরী, আব্দুল কদ্দূস, জুনুর আহমল, আব্দুল হান্নান, এনএইচএস ওয়ার্কার নজরুল ইসলাম, ফজলুল হক, জুবায়ের আহমদ, নর্থ লন্ডন আওয়ামী লীগ নেতা সাহীন আহমদ চৌধুরী, ব্যবসায়ী জমসেদ মিয়া, হারো রোড জামে মসজিদের সেক্রেটারি আবু বকর সিদ্দিক তুহিন, কয়েছ আহমদ,আব্দুর রব, জয়নাল আহমদ,খালিক মিয়া, আফরুজ মিয়া প্রমুখ।
মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মৌলানা আব্দুল মুকিত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন