জিবিনিউজ 24 ডেস্ক//
মৌলভীবাজার জেলায় লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১৭ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ( ২৫ জুলাই ) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার মীর নাহিদ আহসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলা শহরে ও সকল উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বি.জি.বি, র্যাব্যাব, পুলিশ, আনসারের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকার কতৃক আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় ১১৭ ব্যক্তিকে ৭০ হাজার ১০০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
জেলা প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন