‘অপ্রতিরোধ্য’ হামলার হুঁশিয়ারি পুতিনের

জিবিনিউজ 24 ডেস্ক//

জাতীয় স্বার্থ রক্ষায় ‘শত্রুর লক্ষ্যে’ হামলা চালানোর জন্য রাশিয়ার নৌবাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ সেন্ট পিটার্সবার্গে রুশ যুদ্ধজাহাজের এক প্য়ারেডে অংশ নিয়ে এই কথা বলেন তিনি৷

দখলকৃত ক্রাইমিয়া উপদ্বীপের পাশে ব্রিটিশ যুদ্ধজাহাজ পাঠানোর কয়েক সপ্তাহ পর পুতিন এই প্রতিক্রিয়া জানালেন৷ তিনি বলেন, ‘আমাদের দেশ ও জাতীয় স্বার্থ রক্ষা নিশ্চিত করতে যা যা প্রয়োজন রুশ নৌবাহিনীর এখন এর সবকিছুই রয়েছে৷ জলের নীচে ও ওপরে যেকোনো কিছু, এমনকি আকাশেও শত্রু চিহ্নিত করা এবং প্রয়োজনে অপ্রতিরোধ্য হামলা করার সক্ষমতা আমাদের রয়েছে৷’

 

জুন মাসে কৃষ্ণসাগরে রুশ ও ব্রিটিশ যুদ্ধজাহাজ বেশ কাছাকাছি চলে আসে৷ রাশিয়ার বক্তব্য, ক্রাইমিয়ার জলসীমায় ঢুকে পড়ার পর ব্রিটিশ যুদ্ধজাহাজকে সতর্কতামূলক গুলি ও বোমা ছুঁড়ে সেখান থেকে সরতে বাধ্য করা হয়েছে৷ তবে ব্রিটিশ সরকার অবশ্য ঘটনার ভিন্ন বিবরণ দিয়েছে৷ দেশটির প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে যে গুলি চালানোর কথা রাশিয়া বলছে, তা পূর্বনির্ধারিত মহড়ার অংশ ছিল এবং কোনো বোমাও ছোঁড়া হয়নি৷

২০১৪ সালে রাশিয়া কৃষ্ণসাগর উপকূলের ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে নেয়৷ কিন্তু ব্রিটেন এবং বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র ক্রাইমিয়া উপদ্বীপকে ইউক্রেনের অংশ বলেই স্বীকৃতি দেয়৷ সূত্র: এএফপি, রয়টার্স, এপি

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন