এস,এম ফজলু ।।
গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে প্রেমের ফাঁেদ ফেলে ও নামে বেনামে ফেইবুক আইডি খুলে অশ্লিল ছবি প্রচারের হুমকির অভিযোগে আজমল হোসেনকে গ্রেফতার করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ।
জানা গেছে,সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের রায়পুর গ্রামেন আকমল হোসেনের পুত্র আজমল হোসেন প্রেমের প্রলোভনে একাদিক নারীর ফেইবুক হেক ও ভুয়া ফেইসবুক আইডি খুলে অশ্লিল ছবি ও আজে বাজে মন্তব্য লিখে পোষ্ট করে অপমান,অপদস্থ ও হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে মানহানীকর তথ্য প্রকাশ ও প্রচার করা এবং চাদা দাবী করে জিম্মি করে আসছিল দীর্ঘদিন থেকে। পরে বড় অংকের টাকার চাপ দেয় এবং টাকা না দিলে স্যোশাল মিডিয়ায় ছবি প্রচারের হুমকি দিয়ে আসছিল। তেমনি এক নারী সুনিয়া আক্তার স্বামী মো: সোহেল রানা,কালাই শহিদ মিনার,ভুয়ালিয়া মহানগর,রাজশাহী/ বর্তমান ঠিকানা: কঠকতলী ১৪মাইল,মান্দা-জেলা-নওগা বাদী হয়ে একটি অভিযোগ করে বোলিয়া মডেল শানা,রাজশাহী মামলা নং ডিজিটাল মামলা ২৪//(২)/২৫(২(/২৯(২) তৎসহ ৩৮৫প্যাানাল কোট দ্বারা মামলা দায়ের করলে তাকে মৌলভীবাজার রায়পুর গ্রাম থেকে আটক করা হয়।
এব্যাপারে মৌলভীবাজার ডিবি কার্যালয়ের কর্মরত অফিসার (ওসি) বদিউজ্জামান বলেন, মামলার কপি মৌলভীবাজারে আসলে পুলিশ সুপারের নির্দেশে তদন্তেও মাধ্যমে আজমলকে আটক করা হয়। পরবতীতৈ আজমলের কাছ থেকে একদিক নারীকে প্রেমের ফাদে ফেলে ফেইসবুক হেকসহ বিভিন্ন নামে ফেইবুক খুলে সুকৌশলে ছবি তোলে পরে টাকা আদায়সহ স্যোশাল মিডিয়ায় প্রচারে হুমকি দেয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি আমরা আরো খতিয়ে দেখছি ও আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কাজ চলমান রয়েছে। তিনি আরো বলেন আরো অনেক তথ্য রয়েছে মৌলভীবাজার পুলিশ সুপার মহোদ্বয় সেগুলোর বিস্তারিত জানাবেন পরবর্তীতে
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন