জিবিনিউজ 24 ডেস্ক //
কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল দল ঘোষণার পর ১৮ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনা টেস্ট করানো হবে। তবে রোববার (৬ সেপ্টেম্বর) জানানো হয়, সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে দু’দিন ধরে ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনা টেস্ট করানো হবে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, বিসিবির উদ্যোগ, আনুষঙ্গিক সাহায্য-সহযোগিতা এবং বারডেমের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে জাতীয় ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনা টেস্টের নমুনা সংগ্রহ শুরু হয়েছে আজ সকালে। যা শেষ হয়েছে বিকেল ৩টায়।
তিনি বলেন, আজ সারাদিনে বারডেমের কর্মীরা ৭ সাপোর্টিং স্টাফসহ মোট ২৪ জনের করোনা পরীক্ষা নমুনা সংগ্রহ করেছেন। অর্থাৎ ১৭ ক্রিকেটার করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন।
তার শেষ কথা, আজ যাদের টেস্ট হয়েছে ঠিক ২৪ ঘণ্টা পর তাদের রিপোর্ট পাওয়া যাবে। আর নেগেটিভ হওয়ারাই কেবল বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে পুনরায় শেরে বাংলায় অনুশীলন করতে পারবেন। পজিটিভ হলে পারবেন না।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন