জিবিনিউজ 24 ডেস্ক//
করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান নেতা আবুল মাল আবদুল মুহিত।
গত কয়েকদিন যাবৎ তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় গত (২৫ জুলাই) রবিবার তিনি করোনা পরীক্ষা করলে এর ফলাফল পজিটিভ আসে, একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিত ও করোনায় আক্রান্ত হয়েছেন।
এ এম এ মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে ঢাকা বনানীস্থ নিজ বাসায় রয়েছেন। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে।
আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন