সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেইসবুকে প্রেমের ফাঁদ ফেলে বিভিন্ন ছলনায় ভুলিয়ে জিম্মি করে চাঁদা দাবি করার অপরাধে আজমল (২৮ ) নামে যুবক আটক করেছে দোয়ান্দা পুলিশ (ডিবি)
সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার রায়পুর গ্রাম থেকে তাখে আটক করা হয়।
আজমল মিয়া সদর উপজেলার রায়পুর গ্রামের আকমল মিয়া ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ইনর্চাজ মোহাম্মদ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে জানান, আজমল ভুয়া ফেসবুক আইডি খোলে চাঁদা দাবি করত এবং সে ফেইসবুক আইডি হ্যাকের সঙ্গে জড়িত ।
জিবি নিউজ ২৪ ডটকম’র পক্ষথেকে আমাদের সম্মানিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, সকল কর্মকর্তা-কর্মচারী, প্রতিনিধি ও শুভান্যুধায়ীসহ সবাইকে জানাই শুভেচ্ছা।||আমাদের যাত্রা পথে আমরা আপনাদের সহযোগিতা, পরামর্শ, সমর্থন ও ভালোবাসা চাই। জিবিটিভির এই চলার পথে আমরা আপনাদের সর্বাঙ্গীন সহযোগীতা চাই। আপনিও হোন আমাদের সঙ্গী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন