মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। এবার আগের সব রেকর্ড ভেঙে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২২৫ জন। এর আগে একদিনে এতো শনাক্ত আর দেখেনি মৌলভীবাজার। একইসাথে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ২ জন।
বুধবার (২৮ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ। এই হার এর একদিন আগে ৪১ দশমিক ৯ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণের হারে তেমন একটা পরিবর্তন আসেনি। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ১০৭ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৭২ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও ২ জন।
নতুন শনাক্ত ২২৫ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১১৯ জন, শ্রীমঙ্গলের ২ জন, কমলগঞ্জের ৩০ জন, বড়লেখার ২১ জন, কুলাউড়ার ৪৩ জন, রাজনগরের ১০ জন। সর্বশেষ একদিনে জুড়ী উপজেলায় নতুন করে কেউ শনাক্ত হননি। এ নিয়ে জেলায় ৫ হাজার ১০৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৭২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৪০ জন, শ্রীমঙ্গলের ৯ জন, কমলগঞ্জের ৫ জন, বড়লেখার ১৭ জন, কুলাউড়ার ১ জন। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৪ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে মৃত্যুবরণ করেছেন আরও ২ জন। তারা মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী ছিলেন।
এ নিয়ে এখন পর্যন্ত মৌলভীবাজারে মোট ৫৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ৭ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩২ জন রয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন