জয়ন্ত চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে দু’দিনব্যাপী উৎসব

জিবিনিউজ 24 ডেস্ক//

অভিনয় ও আবৃত্তি-দু’মাধ্যমেই দীর্ঘদিন ধরে কাজ করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। দেশবরেণ্য এ শিল্পীর ৭৬তম জন্মদিন আজ। দিনটিকে স্মরণীয় করে রাখতে দু’দিনব্যাপী আয়োজন করছে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ।

গতকাল এ তথ্য জানিয়ে সংগঠনটির সদস্য সচিব রূপা চক্রবর্ত্তী বলেন, আজ ও আগামীকাল দু’দিনের আয়োজন করছি আমরা। আজ বিকাল ৫টায় রয়েছে উদ্বোধনী আয়োজন। এ সময় জয়ন্ত চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাবেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা। রাত ৮টায় তার লেখা কবিতা আবৃত্তি করবেন দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পীরা। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আগামীকাল বিকাল ৫টায় রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাংলাভাষী জনপ্রিয় ও নন্দিত আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় জয়ন্তর কবিতা আবৃত্তি।

 

এদিকে জন্মদিন ঘিরে নিজের কোনো বিশেষ আয়োজন নেই বলে জানিয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। ঘরোয়াভাবেই রাজধানীতে নিজ বাসায় জন্মদিন উদ্যাপিত হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষের ভালোবাসাই আমাকে আজ এতদূর নিয়ে এসেছে। একজন শিল্পী হিসাবে আমি এখনো অতৃপ্ত। অর্থাৎ আমার মাঝে অতৃপ্তি রয়ে গেছে, যেটা আবৃত্তিতে ও অভিনয়েও। আমি আজীবন একজন শিক্ষার্থী। জন্মদিনে সবার কাছে আশীর্বাদ চাই যেন সুস্থ থাকি ভালো থাকি।’

উল্লেখ্য, ১৯৪৬ সালের ২৮ জুলাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে জয়ন্ত চট্টোপাধ্যায়ের জন্ম। ৯ ভাই-বোনের মধ্যে তিনি অষ্টম। বাড়িতে সবাই তাকে খোকন নামে ডাকত; এছাড়া রবিবার জন্মেছিলেন বলে গ্রামের লোকেরা তাকে রবিবাবু বলে ডাকতো। তার স্ত্রী মারা গেছেন, দুই ছেলে জীবিত আছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন