জিবিনিউজ 24 ডেস্ক//
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের (২৯) মৃত্যুতে গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। আজ বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং মহাসচিব আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা এ শোক প্রকাশ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মে নবীন একজন বিচারক যাঁর পদচারণায় বিচার বিভাগ সমৃদ্ধ হতে পারতো আরও বহুকাল, তাঁর এ ধরনের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মরহুমার স্বামী এএইচএম ইমরানুর রহমান নবম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) একজন বিচারক।
এই শোকবিধুর সময়ে মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও তার সান্নিধ্যে বিভিন্ন সময়ে বিচারকর্মে যারা নিয়োজিত ছিলেন সেইসব সহকর্মীদের সঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ একাত্মতা ও সহমর্মিতা জ্ঞাপন করছে এবং মহান সৃষ্টিকর্তার কাছে সর্বান্তকরণে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও প্রশান্তি কামনা করছে।
এর আগে সানিয়া আক্তারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। তাঁরা পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
করোনায় আক্রান্ত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার আজ বেলা ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান দুপুরে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে করোনা পজিটিভ নিশ্চিত হন তিনি। তাঁর স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইমরানুর রহমানও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে একই দিন করোনা পজিটিভ হন। অন্তঃসত্ত্বা হওয়ায় ওই দিনই সানিয়া আক্তারকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জুলাই তাঁকে শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়।
হাসপাতালের পরিচালক জানান, অন্তঃসত্ত্বা হওয়ায় সানিয়া আক্তারের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল কম। তার প্রচুর শ্বাসকষ্ট ছিল। হাই-ফ্লো নেজাল ক্যানোলা দিয়ে তাঁর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
সানিয়া আক্তার ১৯৯২ সালের ১ আগস্ট নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর দশম বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) পরীক্ষার মাধ্যমে ২০১৮ সালের ১ মার্চ চাকরিতে যোগ দেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন