আফরান নিশো দুঃখিত, লজ্জিত, বিব্রত ও অনুতপ্ত

জিবিনিউজ 24 ডেস্ক//

ক্যারিয়ারে কত সাফল্য, কত প্রশংসা। অথচ একটি মাত্র নাটক সেই সাফল্য ও প্রশংসার পাতায় যেন কালো দাঁগ ফেলে দিয়েছে। বলছি তুমুল জনপ্রিয় নাট্য অভিনেতা আফরান নিশোর কথা। এই ঈদে প্রচারিত ঘটনা সত্য নামে একটি নাটকের বিষয়বস্তুর কারণে তিনি, সহশিল্পী মেহজাবিন চৌধুরী ও পরিচালক রুবেল হাসানসহ সকলেই ব্যাপক সমালোচিত।

‘ঘটনা সত্য’ নাটকে বোঝানো হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা হচ্ছে তাদের বাবা-মায়ের পাপের ফল। ইউটিউবে নাটকটি দেখার পর দর্শকরা চরম বিরক্তি ও ঘৃণা প্রকাশ করেছেন। এর অভিনয়শিল্পী ও নির্মাতাদের ধুয়ে দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও উপস্থাপন আব্দুন নূর সজল। তারা কড়া ভাষায় নাটকের বিষয়বস্তুর সমালোচনা করেছেন।

 

এত বিতর্কের মুখে তিন দিন আগেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে নির্মাতা কর্তপক্ষ। এছাড়া যৌথ বিবৃতি দিয়ে এর প্রধান দুই চরিত্র আফরান নিশো, মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা রুবেল হাসান ক্ষমাও চেয়েছেন। কিন্তু তাতে মন শান্ত হয়নি আফরান নিশোর। দূর হয়নি তার অপরাধবোধ। তাইতো নিজের ফেসবুক পেজে লম্বা একটি স্ট্যাটাস দিয়ে আবারও ক্ষমা প্রার্থনা করলেন এই অভিনেতা।

বুধবার রাতে নিশো তার ফেসবুকে লিখেছেন, ‘আমি আফরান নিশো। একজন অভিনয়শিল্পী। একজন বাবা। পৃথিবীর প্রতিটি বাবার মতো আমিও আমার সন্তানের প্রতি সমান আবেগী। ‘ঘটনা সত্য’ নাটক নিয়ে যে অনাকাঙ্খিত এবং অনিচ্ছাকৃত ভুল সংগঠিত হয়েছে- এতে যেসব বাবা-মায়ের হৃদয় কেঁদেছে, আমিও তাদের কান্না অনুভব করতে পেরেছি। তাই সবার দুঃখে আমিও সহমর্মী। প্রতিটি পরিবারের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’

অভিনেতা আরও লিখেছেন, ‘আমি যে মাধ্যমে কাজ করি, সেই মাধ্যমটির সঙ্গে সম্পৃক্ত প্রতিটি মানুষকে আমি একটি পরিবারের সদস্য মনে করি। প্রযোজক, পরিচালক কিংবা শিল্পী, কলাকুশলী- আমরা সবাই এই পরিবারের সদস্য। আমি আমার নাট্যপরিবারের কাছেও দুঃখ প্রকাশ করছি। এ ভুলে তাদেরকেও কষ্ট দিয়েছি। ঘটে যাওয়া ভুলের জন্য আমরা কেউই দায় এড়াতে পারি না। ভুল থেকে আমি,আমরা নতুন করে শিক্ষা নিয়েছি। একই সঙ্গে নিজের সামাজিক অবস্থান, সমাজের প্রতি দায়বদ্ধতা নতুন করে উপলব্ধি করতে পারছি।’

নিশো লিখেছেন, ‘আমি দুঃখিত, লজ্জিত, বিব্রত এবং অনুতপ্ত। আশা করছি, ভবিষ্যতে সামাজিক যে কোনো বিষয়ে আমি, আমরা আরো অনেক বেশি সংবেদনশীল থাকবো।’

আরও লিখেছেন, ‘বিশেষ শিশুদের প্রতি আমার বিশ্বাস, ভালোবাসা বরাবরই ছিল। এক ভুলে তা শেষ হয়ে যেতে দিবো না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশেষ শিশুদের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাবো। কারণ আজকের শিশুরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত। আমাদের সম্পদ। আমার নাট্যপরিবারের প্রতিটি সংগঠন বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন। তাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। আশা করছি, সবার সহযোগিতা নিয়ে আমি, আমরা সুন্দর এবং শুদ্ধ শিল্পচর্চার পথে এগিয়ে যাবো।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন