জিবিনিউজ 24 ডেস্ক//
লকডাউনের সময় শিশুরা যখন ঘর থেকে বের হতে পারছেনা তখন আন্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করলো, মৌলভীবাজার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৪টায়, মৌলভীবাজার সদর পৌর এলাকয় পরিষদের সভাপতি এড. পার্থ সারথী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সসাগ্রী বিতরণে শুভ উদ্ধোন করেন বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জান।
বিশেষ অথিতি বি.এল ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা লিটন আহমদ বদরুল, পরিষদের যুগ্মসাধারণ সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ শামীম, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক সজীব পাল, সদস্য পলাশ মিয়া, অশোক দাস, রবিউল হাসান প্রমুখ।
স্বাস্থবিধি মেনে উদ্বোধন শেষে শিশুদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়,ক্রীড়া সামগ্রীর মধ্যে দাবা, লুডু, দড়িলাফ, ফুটবল, স্টার গেইম, বাগা লুডু। সহযোগিতা করেন বিষ্টল বাংলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বৃষ্টল বাথ এন্ড ওয়েস্ট এর সভাপতি খায়রুল আলম লিয়কন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন