মৌলভীবাজার প্রতিনিধি ॥
মৌলভীবাজার পৌরসভা ২০২১-২২ অর্থবছরের ১ শত ৫৪ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৭৭ টাকা ৬৩ পয়সার বাজেট ঘোষণা করা করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পৌরসভা বোর্ড রুমে স্বাস্থ্যবিধি মেনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
বাজেট বক্তব্যে মেয়র জানান, ১০ কোটি ৮৫ লাখ টাকা ঋণ নিয়ে তিনি মৌলভীবাজার পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি তা পরিশোধ করছেন।
বাজেট ঘোষণা বিলম্বের কারন হিসেবে মেয়র বলেন করোনার প্রার্দূভাবে বাজেট ঘোষণা করতে বিলম্ব হয়েছে এজন্য তিনি দু:খ প্রকাশ করেন। পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ্য রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
তিনি আর ও বলেন, মৌলভীবাজার শহরের একমাত্র পানি নিষ্কাসনের পথ কুদালীছড়ার প্রবাহ স্থায়ী করণ ও ২০টি রাস্তার উন্নয়ন কাজের কার্যাদেশ দেয়া হয়েছে। করোনার কারণে পাথর সরবরাহ না থাকায় কাজ বন্ধ রয়েছে। করোনাপরিস্থিতি স্বাভাবিক হলে কজ শুরু হবে। বেরি লেইক, কয়েকটি পুকুর ও দিঘির সুন্দর্যবর্ধন, নারী ও পুরষদের বিনোদনের জন্য পৃথক বসা ও পায়ে হাটার জন্য ফুটপাত, ফুলবাগান, ড্রেন সংস্কার স্লেপ স্থাপন সহ নানা দৃশ্যমান উন্নয়ন কাজ চলমানও পরিকল্পনাধীন রয়েছে। তিনি পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন মেয়র।
পরে বাজেটের উপর মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সাংবাদিক বকসী ইকবাল আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, বকসী মিছবাহ উর রহমান, এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহী কুটি, পান্না দত্ত।
বাজেট অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ, সৈয়দ সেলিম হক, মোঃ আসাদ হোসেন মক্কু ,নাহিদ আহমদ, পার্থ সারথী পাল, নারী কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিম্মি আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, হিসাব রক্ষক উজ্জল চন্দ্র দেব,পৌর কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন