জিবিনিউজ 24 ডেস্ক//
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত দুই সপ্তাহের যে কঠোর বিধিনিষেধ চলছে সেই বাড়ানোর সুপারিশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার।
ঈদুল আজহায় আট দিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ। এরপর আবার গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। লকডাউন দেয়ার পরও করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। এমন অবস্থায় বিধিনিষেধ তুলে দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সেজন্য বিধিনিষেধের সময় বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম জানান, সম্প্রতি ক্যাবিনেটে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে একটি বৈঠক হয়। সেখানে চলমান লকডাউন বাড়ানোর জন্য আমরা সুপারিশ করেছিলাম। তবে এ বিষয়ে এখনও সরকার সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন