করোনায় আক্রান্ত আরো ২ ভারতীয় ক্রিকেটার

জিবিনিউজ 24 ডেস্ক//

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের দুই ক্রিকেটার যুবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতম। এই দুজনই ক্রুনাল পান্ডিয়ার সংস্পর্শে এসেছিলেন। গত ২৭ জুলাই ক্রুনালের সংস্পর্শে আসায় তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। এদিকে শুক্রবারই ভারতীয় ক্রিকেটারদের দেশে ফেরার কথা ছিল। এর আগে বলা হয়েছিল ক্রুনালকে ছাড়াই ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন শিখর ধাওয়ানরা। এবার চাহাল-গৌতমকেও থেকে যেতে হচ্ছে শ্রীলঙ্কায়।

 

এদিকে ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করবেন শুভমন গিল, আভেষ খান এবং ওয়াশিংটন সুন্দর। তাদের বিকল্প হিসেবে শ্রীলঙ্কা থেকে ইংল্যান্ডের বিমান ধরার কথা ছিল পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবের। তারা নেগেটিভ প্রমাণিত হওয়ায় ইংল্যান্ডে যেতে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে।

শ্রীলঙ্কান সরকারের কোভিড নীতি অনুযায়ী, কেউ করোনা আক্রান্ত হলে ন্যূনতম দশ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হয়। এর ফলে চাহাল-গৌতমদেরও ১০ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। এরপর দুইবার নেগেটিভ প্রমাণিত হলেই দেশে ফিরতে পারবেন তারা। ক্রুনাল, চাহাল ও গৌতমরা টিম হোটেলেই এই কোয়ারেন্টাইন সারবেন বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন