এক সপ্তাহে ভারত থেকে এলো ৬০০ মেট্রিক টন অক্সিজেন

জিবিনিউজ 24 ডেস্ক//

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ট্রেনে করে এক সপ্তাহের ব্যবধানে ৬০০ মেট্রিক টন অক্সিজেন এসেছে বাংলাদেশে। এর মধ্যে ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে শুক্রবার (৩০ জুলাই) বিকালেও একটি ট্রেন বেনাপোল এসে পৌঁছায়। এর আগে ২৪ ও ২৮ জুলাই ২০০ মেট্রিক টন করে অক্সিজেন নিয়ে আরও দুইটি ট্রেন আসে।

ভারতীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন অক্সিজেনবাহী তৃতীয় ট্রেনটি দেশটির টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। বিকালে বেনাপোল এসে পৌঁছায়।

 

কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা করে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেন আবারও ভারতে ফিরে যাবে।

জানা গেছে, এসব অক্সিজেন আমদানি করছে লিন্ডে বাংলাদেশ। রফতানিকারকও হলো লিন্ডে ইন্ডিয়া। সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করছে মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, তৃতীয় চালানে ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ বিকালে বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে।

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা সাইদুর রহমান জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়েছে। তারপর গন্তব্যে রওনা দেয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের ৪৮০টি রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন