মৌলভীবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেস ক্লাব বিরোধী কর্মকাণ্ড, পেশাগত দায়িত্ব পালনে অসদাচরণ, এমনকি সাংবাদিকদের সামাজিক ভাবে সম্মানহানির মতো গর্হিত কাজ করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায়, বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সকল সদস্যদের সিদ্ধান্ত মতে, এস.এম গোলাম কিবরিয়া, পিতা: ওয়াকিদুর রহমান গ্রাম- অলইতল থানা: জগন্নাথপুর জেলা: সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা -গ্রাম, কুচারমহল, ডাক,শাহ বন্দর, থানা ও জেলা মৌলভীবাজার। বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে গণ্য হবে। (৩১ জুলাই) শনিবার বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতি এম.এ রুমান আহমেদ, ও মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাদ আহমেদ মুরাদ এর সাক্ষরিত বাংলাদেশ প্রেস ক্লাবের পেডে এ অব্যাহতি প্রেরণ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন