মৌলভীবাজারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট

জিবিনিউজ 24 ডেস্ক//

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রন ও প্রতিরোধে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট সিভিল সার্জন অফিসকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্থান্তর করেছে। এছাড়া ভ্রাম্যমান ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ।

শনিবার (৩১ জুলাই) সকালে সিভিল সার্জন অফিসে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও সাধারণ সম্পাদক রাধাপদ দেব সজল ৫ হাজার মাস্ক ও ৫ শত হ্যান্ড স্যানিটাইজার সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ এর কাছে হস্তান্তর করেছেন।

পরে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্তরে ভ্রাম্যমান ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ২ হাজার মাস্ক ও ৫ শত হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

পশ্চিমবাজার ব্যবসায়ী প্রতিনিধি প্রাণগোপাল রায় ও শমসেরনগর রোড ব্যবসায়ী প্রতিনিধি বদরুল ইসলামের হাতে ভ্রাম্যমান ব্যবসায়ীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন রেড ক্রিসেন্ট এর সদস্যরা। এছাড়াও পথচারীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন, কার্যকরি কমিটির সদস্য মনবীর রায় মঞ্জু, জেরিন আক্তার, সজিব হাসান, শাহিন চৌধুরী, হাসান আহমদ জাবেদ, যুব ইউনিটের প্রধান কামরুল ইসলাম মুন্না সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, জেলায় করোনা সংক্রমণের শুরু থেকে সর্বস্তরের মানুষের সেবা ও কল্যানে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট ও যুব ইউনিটের সদস্যরা কাজ করছে। খাদ্য সহায়তা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, টিকা গ্রহনে সহায়তা, বাড়ীতে বাড়ীতে ফ্রি অক্সিজেন সেবা, পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম করছে রেড ক্রিসেন্ট জেলা ইউনিট।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন