তামিম-লিটনের বিকল্প সাকিব-মিঠুন

জিবিনিউজ 24 ডেস্ক//

ইনজুরির কারণে দলে নেই বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। আর পরিবারের এক সদস্য অসুস্থ হওয়ার এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লিটন দাস। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সৌম্য সরকার ও নাইম শেখ ছাড়া আর কোনো বিশেষজ্ঞ ওপেনার নেই। এই দুজনের মধ্যে যে কেউ ইনজুরিতে পড়লে বড় বিপদে পড়তে হবে বাংলাদেশকে।

এ প্রসঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, 'আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। সাকিব আছে, সে ওপেনিংয়ে উঠে আসতে পারে। মোহাম্মদ মিঠুন দলে ফিরে এসেছে। যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান, এই সংস্করণে প্রয়োজনে সে ওপেন করতে পারে, যদি কোনো ওপেনার চোট পায়। আশা করি, ওপেনারদের কিছু হবে না। তবে কিছু হয়ে গেলে, বিকল্প আছে আমাদের।'

 

মিঠুন এক সময় নিয়মিত ওপেনিং করেছেন ঘরোয়া ক্রিকেটে। যদিও এখন তিনি পুরোদস্তর মিডল অর্ডার ব্যাটসম্যান। এছাড়া তার অভিজ্ঞতার কারণেই ওপেনার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে সাকিব সর্বশেষ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে বেশ কয়েকটি ম্যাচে ওপেনিংয়ে খেলেছিলেন তিনি। যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন