জিবি নিউজ ডেস্ক ।।
মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা ও জনসচেতনতা মূলক কার্যক্রম নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (৩ আগস্ট )বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ আর্টিলারি ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ সেরাফ উদ্দিন খান জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা ও জনসচেতনতা মূলক কার্যক্রম বিষয়ে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা বিষয়ক এ মতবিনিময় হয়।
উপস্থিত ছিলেন কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া, সি ও, ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, মেজর মাহমুদুল হাসান, মেজর মুরাদ, র্যাব, পুলিশ, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ জেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।
এসময় জেলা প্রশাসক অতিথিদের মাঝে মৌলভীবাজার জেলার “জেলা ব্র্যান্ড” বুক তুলে দেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন