জিবিনিউজ 24 ডেস্ক//
দিয়া মুখোপাধ্যায় এবং অভিষেক বসুর সম্পর্কে ছেদ! ‘সীমারেখা’ ধারাবাহিকের সময় থেকে এই দুই শিল্পীর মধ্যে সম্পর্ক তৈরি হয় বলে জানা যায়। তাদের প্রেম টেলিপাড়ার অন্যতম চর্চিত বিষয় ছিলো এক সময়। তাই তাদের বিচ্ছেদ নিয়েও চার দিকে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর, প্রায় এক মাস হতে চললো, তারা একে অপরের থেকে দূরে চলে গিয়েছেন। আগে মাঝে মাঝে ‘মিঠাই’র সেটে ‘শ্রীতমা’র (‘মিঠাই’ ধারাবাহিকে দিয়ার চরিত্রের নাম) সঙ্গে দেখা করতে যেতেন ‘গঙ্গারাম’ (‘গঙ্গারাম’ ধারাবাহিকে অভিষেকের চরিত্রের নাম)। কিন্তু এখন আর তারা একে অপরের জন্য স্টুডিওপাড়ায় ঘুরেন না।
তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে দু’জনের ছবি ভর্তি ছিলো। কিন্তু এই মুহূর্তে সেই ছবিগুলোর অস্তিত্ব নেই বললেই চলে। দিয়ার প্রোফাইলে কেবল দু’টি ছবি দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু সেটিও তাদের বাস্তব প্রেমের ছবি নয়, দুটি ছবিই ‘সীমারেখা’র দৃশ্যের মুহূর্তকে তুলে ধরেছে। ব্যক্তিগত ছবির মধ্যে এখন কেবল পেশাদারিত্বের গন্ধ।
অভিষেকের প্রোফাইলে গেলে দেখা যাবে, তিনি এখনো তাদের প্রেমের চিহ্ন সম্পূর্ণরূপে মুছে ফেলতে পারেননি। অন্যান্য ছবির ভাঁজে লুকিয়ে রয়েছে দিয়ার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন