বাংলাদেশ ছাত্রলীগের মাস ব্যাপী এডিস মশা নিধনে দেশব্যাপী কর্মসূচী ঘোষণা

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

বাংলাদেশ ছাত্রলীগের মাসব্যাপী এডিস মশা নিধনে দেশব্যাপী কর্মসূচী ঘোষণা।  আগামীকাল শুক্রবার (০৬ আগস্ট) দেশব্যাপী এডিস মশা নিধনে মাঠে নামবে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (০৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক অনুষ্ঠানে এডিস মশা নিধনে  মাসব্যাপী কর্মসূচিরএডিস মশা নিধন কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

মশা নিধন কর্মসূচি উদ্বোধনের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, "এডিস মশা নিধনে ছাত্রলীগের এই কর্মসূচি মাসব্যাপী চলবে। প্রয়োজনে কর্মসূচির সময়সীমা আরও বাড়ানো হবে।"

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, "দিন দিন সারাদেশে করোনা ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা সচেতন না হলে ডেঙ্গু মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। ডেঙ্গু মোকাবিলা কর্মসূচি শুক্রবার থেকে সারাদেশে একযোগে পালিত হবে। আশপাশের অপরিচ্ছন্ন জায়গাগুলো আমরা পরিষ্কার রাখতে পারলেই ডেঙ্গু মোকাবিলায় আমরা সক্ষম হতে পারব।"

কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক উপসম্পাদক তানভীর হাসানের সঞ্চালনায় এই কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি সাঈফ বাবু, আসাদুজ্জামান সোহেল, মাহমুদুল হাসান তুষার, তিলোত্তমা শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী ও বেনজীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাঁধনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন