দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

দক্ষিণ চীন সাগরে ভারত কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এই পদক্ষেপকে নয়াদিল্লি মিত্র দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক বাড়ানোর প্রচেষ্টা বলে দাবি করেছে। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, চীনা জলসীমার কাছে চীনকে মোকাবিলার জন্য আমেরিকার সঙ্গে জোট বেঁধে ভারত এই যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এবং এক্ষেত্রে তারা বৃহত্তর ভূমিকা পালন করতে চায়।

এক বিবৃতিতে ভারতের নৌবাহিনী ঘোষণা করেছে যে, একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও একটি মিসাইল ফ্রিগেটসহ চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এসব যুদ্ধজাহাজ দুই মাসের জন্য দক্ষিণ এশিয়া, দক্ষিণ চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে মোতায়েন থাকবে। জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং বন্ধু দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ অবস্থান ও ঐক্য ধরে রাখার লক্ষ্য নিয়ে ভারত যুদ্ধজাহাজ মোতায়েন করছে বলে বিবৃতিতে জানানো হয়।

 

জাহাজ মোতায়েনের অংশ হিসেবে গুয়াম উপকূলে ভারতের যুদ্ধজাহাজগুলো আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বার্ষিক যৌথ মহড়ায় যোগ দেবে। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া সম্প্রতি অনানুষ্ঠানিকভাবে একটি গ্রুপ তৈরি করেছে যা ‘কুয়াড’ নামে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর চীনকে মোকাবেলার জন্য এই গ্রুপ শক্তিশালী করার চেষ্টা করে আসছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন