সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি টিকা কিনছে বাংলাদেশ

জিবিনিউজ 24 ডেস্ক//

চীনের সিনোফার্মার কাছে সাড়ে ৭ কোটি টিকা অর্ডার দিয়েছে বাংলাদেশ। এরমধ্যে দেড় কোটির টাকা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ মাসে কোভ্যাক্সের আওতায় সিনোফার্মার ৩৪ লাখ ও ১০ লাখ অন্য টিকা পাওয়া যাবে।

 

তিনি আরো বলেন, এছাড়া ফাইজার থেকে আগামী মাসে ৬০ লাখ টিকা আসবে। তারা জানতে চেয়েছে আমাদের টিকা রাখার ব্যবস্থা আছে কিনা এবং তাদের ইতিবাচক জবাব দিয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, আমরা সিনোফার্মে ৭৫ মিলিয়ন অর্ডার করেছি। এরমধ্যে ১৫ মিলিয়নের টাকা দিয়েছি। আমরা চাই দেশের অর্ধেক নাগরিককে ভ্যাকসিন দিতে। ভ্যাকসিন না নিলে মৃত্যুর হার বেশি।

দুই মাসের মধ্যে অর্ধেক জনগোষ্ঠীকে টিকা দেওয়ার কথা থেকে কী সরে এসেছি প্রশ্নে তিনি বলেন, প্রত্যেক সপ্তাহে এক কোটি দিতে চেয়েছিল। তার মানে আট সপ্তাহ অর্থাৎ আট কোটি। মানে আমাদের দেশের অর্ধেক লোক। আমরা সব সাপ্লাই একসঙ্গে এনে রাখতে পারি না, ফেইজওয়াইজ ভ্যাকসিন আসছে। সেভাবেই কাজ চলছে। তবে একটু এদিক-ওদিক হতে পারে।

আগামীতে কোন জায়গা থেকে কতগুলো টিকা আসবে বলতে গিয়ে তিনি জানান, এছাড়া ভারত জানিয়েছে তাদের অবস্থার উন্নতি হচ্ছে। আরেকটু ভালো হলে তারা কথা রাখবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন