রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে টেপবল ক্রিকেট টুর্নামেন্ট

gbn

রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে টেপবল ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার পূর্বলন্ডনের হ্যাকনি মারশ  ক্রিকেট মাঠে এ প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে ১২টি দল অংশ নেয়। এপেক্স মৌলভিবাজার নিউহ্যাম গ্লাডিয়েটরসকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এপেক্স মৌলভিবাজার প্রথমে ব্যাট করে ৮ ওভারে ১১৯ রান করে। জবাবে নিউহ্যাম গ্লাডিয়েটরস ৮ ওভারে  করতে পারে ১১৪ রান। 

 

খেলা শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পরিচালনা করেন যুগ্ম সম্পাদক শাওন রহমান। সভাপতিত্ব করেন রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাবের সভাপতি আব্দুস সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি পাবেল চৌধুরী, কমিউনিটি লিডার শিমুল তাসবির চৌধুরী, ম্যানেজার আজহারুল ইসলাম আদনান, মিডিয়া সেক্রেটারী এখলাসুর রহমান পাক্কু, পাব্লিকেশান সেক্রেটারী মুহিবুর রহমান জনি, জাহেদুর রহমান, তানেল মিয়া, মুশায়েকুর রহমান, মাহবুবুল রাহমান হোসেন প্রমুখ। চ্যাম্পিয়নদের ৫০০ পাউন্ডের  ও রানার আপদের ২০০ পাউন্ডের প্রাইজ মানি প্রদান করা হয়। খেলায় সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন নিউহ্যাম গ্লাডিয়েটরস এর উসমান বাট, আর সেরা বোলার এপেক্স মৌলভিবাজারের নোমান।

আয়োজকরা জানান তরুণ প্রজন্মকে খেলা ধুলায় আকৃষ্ট করতে গত কয়েক বছর যাবত এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করে আসছে রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাব। এছাড়া বিভিন্ন কমিউনিটি মধ্যে সুসম্পর্ক তৈরি হয় বলেও মনে করেন ।  

 সামনে আরও বড় পরিসরে ক্রিকেট  টুর্নামেন্ট  আয়োজন করার আশা প্রকাশ করেন আয়োজকরা।  

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন