মোহাম্মদ সেলিম | আরব আমিরাত প্রতিনিধি ||
এ সময়ের তরুন কণ্ঠশিল্পী তাসনীম মিম সময়ের সাথে তাল মিলিয়ে করেছেন বেশ কিছু গানের কাজ। "বেসামাল" গানের মাধ্যমে তার যাত্রা শুরু। এ গানের মাধ্যমেই পরিচিতি লাভ করেন। লকডাউনে কাজ বন্ধ থাকলেও গান নিয়ে বেশ কিছু পরিকল্পনার করা বলেন তাসনীম মীম।
এছাড়া সামনে আসছে তার বেশ কিছু কাজ।
তিনি বলেন- ২/৩ টি গানের কাজ চলছে। শুটিং শেষ হলে রিলিজ হবে। লকডাউন শেষে আবার কাজ শুরু করতে পারবো। পদ্মা মিউজিক এবং পপি মাল্টিমিডিয়া এই ২ টি কোম্পানির সাথে কাজ চলছে আপাতত। ২ টি কোম্পানিতেই বেশ কিছু গান আসবে। আশা করছি ভালো কিছু উপহার দিতে পারবো। আমি চেষ্টা করি কোয়ালিটি ধরে রাখাতে। যাতে করে শ্রোতারা দীর্ঘ সময় ধরে মনে রাখবে।যেহেতু পথচলা সহজ ছিলো না, কষ্ট করেই এ পর্যন্ত এসেছি তাই গানের সাথে অনেকদূর যেতে চাই। সবাইকে অনুরোধ করবো বাংলা গানকে ভালোবাসুন,বাংলা গানের সাথেই থাকুন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন