জিবিনিউজ 24 ডেস্ক//
যুক্তরাষ্ট্রের আলাস্কায় সাইটসিয়িং প্লেন বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। ওই প্লেনে আরোহী ছয়জনই ছিলেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। সিএনএন-এর খবরে এসব তথ্য জানা গেছে।
মার্কিন কোস্টগার্ড ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, কেটচিকান শহরে মিস্টি জোর্ড ন্যাশনাল মনুমেন্টের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়। পরে স্থানীয় সময় ২টা ৩৭ মিনিটে তারা সেটি চিহ্নিত করে উদ্ধার কাজ চালায়।
কোস্টগার্ডের একটি হেলিকপ্টার থেকে দুই জন উদ্ধারকারীকে ঘটনাস্থলে নামানো হয়। পরে তারা জানান, প্লেনে থাকা পাইলটসহ ৬ আরোহীর কেউই বেঁচে নেই।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন