বুরকিনা ফাসোতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, নিহত ৩০

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকার গ্রামগুলোতে টানা বেশ কয়েকটি সিরিজ হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বুরকিনা ফাসোর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বৃহস্পতিবার (৫ আগস্ট) জানানো হয়, গত বুধবার দুপুরের দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা দেশটির মারকোয়ে শহরের কাছে কয়েকটি গ্রামে হামলা করে। পরে বিকেলের দিকে সেসব এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়সহ সংঘর্ষ শুরু হয়।

 

বিবৃতিতে আরো বলা হয়, সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক, ১৫ জন সরকারি সেনা এবং সরকার সমর্থিত বেসামরিক মিলিশিয়া বাহিনীর ৪ জন সদস্য রয়েছেন। এছাড়া সরকারি নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১০ হামলাকারীও নিহত হয়েছেন। সংঘর্ষের পরে হামলার শিকার এলাকাগুলো ফের সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

সংঘর্ষের সময় হত্যাকোণ্ডের এই ঘটনা ছাড়াও গবাদিপশু চুরি ও গ্রামবাসীদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

বুরকিনা ফাসোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, হামলাকারীদের দখল করা জায়গাগুলোতে ফের সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও দমন করতে সড়ক ও আকাশপথে পাল্টা অভিযান পরিচালনা করা হচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন