এস এম ফজলুঃ
মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডে কোভিড ১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (৭ই আগস্ট) ২০২১ইং, রোজ শনিবার দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজার পৌরসভার নয়টি ওয়ার্ডের টিকা কার্যক্রম শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য, নেছার আহমেদ। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জনাব মুহিবুর রহমান, অতিরিক্ত সচিব (প্রশাসন), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, জনাব মীর নাহিদ আহসান, জেলা প্রশাসক, মৌলভীবাজার, জনাব মিছবাহুর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, মৌলভীবাজার,চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ সিভিল সার্জন, মৌলভীবাজার। ক্যাম্পেইনে সারা দেশের উপজেলা পর্যায়ে প্রতিটি ইউনিয়নের যে কোন ওয়ার্ডের একটি কেন্দ্রে ৩টি করে ও পৌরসভা পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে একটি কেন্দ্রে একটি বুথ মাধ্যমে কোভিড ১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন