এস এম ফজলুঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ও শ্রীমঙ্গলে জরুরি চিকিৎসা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার দূপুরে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে জরুরি চিকিৎসা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ, জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। পরে অসহায় দুস্থ মহিলাদের মধ্যে ২০টি সেলাই মেশিন বিতরণ ও জরুরি চিকিৎসা সামগ্রী মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে দেয়া হয়। একই সাথে শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আরো ৭জন নারীকে ৭টি সেলাই মেশিন উপহার দেয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন