শ্রীমঙ্গল রাগ রঙ সংগীত আকাদেমীর উদ্যােগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

জিবিনিউজ 24 ডেস্ক//

মৌলভীবাজার রাগ রঙ সংগীত আকাদেমীর শ্রীমঙ্গল শাখার উদ্যোগে   ভাড়াউড়া চা বাগানের চা–শ্রমিকদের কোভিড-১৯ মোকাবেলায় চা–বাগানের হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) অক্সিমিটার রাগ রঙ সংগীত আকাদেমী এর পরিচালক ও অধ্যক্ষ মিঃরনি প্রেন্টিস রয় এর পক্ষে প্রদান করেন সমন্বয়ক-এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান- প্রেম সাগর হাজরা,ডাঃ মোঃ আসলাম চৌধুরী,ইউ,পি সদস্য-ইদ্রিছ আলী,বাগান সভাপতি নূর মিয়া,রেভাঃ বি,বি প্রেন্টিস,ভিক্টর প্রেন্টিস ও রাগ রঙ এর প্রশিক্ষক- পার্থ দাস।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন