মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীর লাশ দাপন-কাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী ৪টি সংগঠনের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ আগষ্ট) দূপুওে মৌলভীবাজার পৌর সভার বোর্ড রুমে মবশি^র-রাবেয়া ট্রাস্টের উদ্যেগে সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
ট্রাস্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠনটি স ালনা করেন ট্রাস্টের পরিচালক এস এম উমেদ আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসস এর জেলা প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর সৈয়দ সেলিম হক। দোয়া পরিচালনা করেন বড়লেখা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সবুর। সব শেষে জেলা প্রশাসক ও অন্যন্য অতিথিরা স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তোলে দেন সুরক্ষাসামগ্রী।
সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিল ২৫০ টি পিপিই, ২০০০ পিস মাক্স, ৮০০ পিস হেন্ড গ্লাভস, ৩২ জোড়া পায়ের গাম বুট, ৪০টি (২৫০ মিলি বোতল) হেন্ড সেনিটাইজার, পুরুষ ও নারী মিলে কাপনের কাপড় ২৯ সেট।
সুরক্ষাসামগ্রী গ্রহন করেন, শেখ বোরহান উদ্দিন (রহ) ইসলামী সোসাইটি,তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন ইকরামুল মুসলিমীন, শেইড ট্রাস্ট মৌলভীবাজার।
মবশি^র-রাবেয়া ট্রাস্ট চলমান করোনা মহামারিতে করোনায় আক্রান্ত অসহায় ও গরীবদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কাজ করছে। এছাড়াও দীর্ঘদিন থেকে গরীব রোগীদের চক্ষু সেবা, গৃহ নির্মান, রিক্সা বিতরণ, রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ, হজ¦ প্রশিক্ষণ, অসহায় ও এতিমদের জন্য নগদ অনুদান প্রদান সহ আর্থ-মানবতার সেবায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন