এস এম ফজলুঃ
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন অঙ্কিত স্থান নিয়ে জেলা প্রশাসন, মৌলভীবাজার এর উদ্যোগে নির্মিত ডকুমেন্টারি এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ (১১ আগস্ট) ২০২১ইং, রোজ বুধবার মৌলভীবাজারে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন অঙ্কিত স্থান নিয়ে জেলা প্রশাসন, মৌলভীবাজার এর উদ্যোগে নির্মিত 'খুঁজে ফিরি পিতার পদচিহ্ন' নামক ডকুমেন্টারি এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে জুম অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে সংযুক্ত ছিলেন মোঃ শাহাব উদ্দিন এম.পি, মাননীয় মন্ত্রী, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানটি অলংকৃত করেন নেছার আহমদ, স্থানীয় সংসদ সদস্য, মৌলভীবাজার-৩, সৈয়দা জোহরা আলাউদ্দিন, সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মিজবাহুর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, মৌলভীবাজার, মোঃ ফজলুর রহমান, মেয়র মৌসলভীবাজার পৌরসভা, মোঃ কামাল হোসেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ, মৌলভীবাজার, সিভিল সার্জন, জেলা প্রশাসনের অফিসারবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন