মৌলভীবাজারে একদিনে আরও ১১৪ জনের করোনা শনাক্ত -  মৃত্যু হয়েছে আরও ১ জনের 

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১১৪ জন।  মৃত্যু হয়েছে আরও ১ জনের।এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৬৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১১ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৩৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৬৬ শতাংশ। এই হার এর একদিন আগে ২৫ দশমিক ৩৮ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়েছে। 

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৭৩০ জন। ২৪ ঘণ্টায় জেলায় ১৭০ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও একজন। 

নতুন শনাক্ত ১১৪ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৪১ জন, জুড়ীর ৫  জন, শ্রীমঙ্গলের ৮ জন, কমলগঞ্জের ১৪ জন, বড়লেখার ২৮ জন, কুলাউড়ায় ১৫ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় ৬ হাজার ৭৩০ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭০ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২৫ জন, শ্রীমঙ্গলের ২৪ জন, কমলগঞ্জের ৮ জন, বড়লেখার ৪৮ জন, কুলাউড়ার ৩৩ জন, রাজনগরে ৩৯। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ হাজার ৪৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনায় মৃত্যুবরণ করেছেন আরও ১ জন। তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের রোগী ছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৬৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৪ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩৬ জন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন