এম.এম.চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই বেড়ে চলেছে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রায় প্রতিদিনই জেলায় করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে। এছাড়া উপসর্গ নিয়ে অনেক রোগী মৃত্যু বরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৬০ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও একজন।
শুক্রবার (১৩ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ২৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪ শতাংশ। এই হার এর একদিন আগে ২৮ দশমিক ২ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কমেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৮৯০ জন। ২৪ ঘণ্টায় জেলায় ১০৩ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও একজন।
নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১ জন, শ্রীমঙ্গলের ৫ জন, কমলগঞ্জের ৩ জন, বড়লেখার ৭ জন, কুলাউড়ায় ৪৩ জন, রাজনগরের ১ জন। গত একদিনে জুড়ীতে কেউ শনাক্ত হননি। এ নিয়ে জেলায় ৬ হাজার ৮৯০ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৩ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৫ জন, জুড়ীর ৩৬ জন, শ্রীমঙ্গলের ৬২ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ হাজার ৭৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি শ্রীমঙ্গলের বাসিন্দা। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৬৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৪ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৩৬ জন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন