জিসিইসিতে ১০ ডাবল এ ষ্টার ও ১ এ ষ্টার পেয়ে মোয়াজের রেকর্ড আনসার আহমেদ উল্লাহ

gbn

 

ব্রিটেনে জিসিইসি পরীক্ষার ফলাফল বের হয়েছে গত ১২ আগষ্ট বৃহস্পতিবার। কমিউনিটি এক্টিভিষ্ট , সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল ও শাহেদা রওশনআরা রহমানের বড় ছেলে লন্ডন টাওয়ার হ্যামলেট সোয়ানলী স্কুলের ছাত্র মোয়াজ শাহ রহমান দশটি ডাবল এ ষ্টার ও একটি এ ষ্টার নিয়ে কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে। মোয়াজ যে মার্ক পেয়েছে তা পুরো ব্রিটেনের মধ্যে মাত্র ২ শতাংশ ছাত্র এ বছর এই সাফল্য পেয়েছে।

 

মোয়াজের আগ্রহ আগামীতে অক্সফোর্ড অথবা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার।মোয়াজ স্কুলের ষ্টুডেন্ট কাউন্সিলের প্রধান ছিলেন এবং স্কুল কাউন্সিলের বিভিন্ন শুরুত্ব পূর্ন দায়িত্ব পালন করেছেন।মোয়াজ জানায় সে ভবিষতে সাইবার সিকিউরিটি ইন্জিনিয়ার হতে চায়।

 

মুয়াজের গর্বিত মা শাহেদা রওশনআরা রহমান জানান, নিয়মিত ক্লাসে উপস্থিতি ছিলো ছেলের সাফল্যের প্রধান চাবিকাঠি।বাবা শাহ মোস্তাফিজুর রহমান বেলাল ছেলের অসাধারন ফলালফলে উচ্ছ্বসিত।তিনি বলেন, আমার ছেলে ভবিষতে একজন বড় মাপের মানুষ হয়ে বেড়ে উঠুক এই প্রত্যাশা রেখে সবার কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন।

 

এখানে উলেখযোগ্য যে মোয়াজ শাহ রহমান ২০১৯ সালে সেরা ছাত্র হিসাবে জ্যাক পিটসে ফাউন্ডেশনের স্বর্ণপদক লাভ করেছিলো।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন