করোনা মহামারির ক্ষতিগ্রস্থ শ্রমজীবী মানুষের জন্য রেশন চালুর দাবি জানিয়ে প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির মহাসচিব আহমেদুর রহমান বলেন, শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা বৃটিশ আমল থেকে আছে। কারখানায় রেশন শপ ছিল, ন্যায্যমূল্যে দোকান ছিল। তাই এখন করোনার মতো দুর্যোগকালে শ্রমজীবী মানুষের জন্য রেশন ও ন্যায্যমূল্যের দোকান করা উচিত।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দলীয় কার্যালয়ে প্রগতিশীল জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সহ-সভাপতি মো. দুলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. নাসিরউদ্দিনের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন পিএনপি'র ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু, জাহাঙ্গিরুল আলম, যুগ্ম মহাসচিব মেহেদী হাসান আজগর, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার, ছাত্র বিষয়ক সম্পাদক এম এ আরিফ, শ্রমিক দলের সহ-সভাপতি মো. নাসিম খান, যুগ্ম সাধারন সম্পাদক শেখ মো. হেলালউদ্দিন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাবু, মহানগর সভাপতি মো. মামুনুর রশিদ, কেন্দ্রীয় নেত্রী মিসেস পপি প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন