এস এম ফজলুঃ
মৌলভীবাজারের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস সোসাইটি মৌলভীবাজার- এটা স্থাপিত হয়েছিলো ২০১৭ সালে।
হাটি হাটি পা পা করে টানা তিন বছরে এসে পদার্পন করেছে এই সংগঠন। শুরু থেকেই তাদের লক্ষ মনবাতার সেবায় এগিয়ে আশা।
তারপড় আসলো ২০১৯ সাল, ঘোষণা করা হলো নতুন কমিটি, ম্যাজিক মোহন কে সভাপতি করে ঘঠন করা হলো একটি কার্যকারী কমিটি। তারপড় থেকেই সভাপতি মোহন কাজ করে যাচ্ছেন অভিরাম সমাজ এবং মানুষের সেবায়।করোনা কালেও থেমে যাননি কেউ, শীতের মৌসোমে শীত বস্ত্র বিতরণ, ঈদের সময় সুবিধা বঞ্চিত শিশুদের কাপর দেওয়া, খাদ্য সামগ্রী বিতরণ, টিউভওয়েল স্থাপন, সেচ্চায় রক্তদান থেকে ধরে নানান কর্মসূচি পালন করে জাচ্ছেন তারা। খুব অল্প সময়ে জেলায় অনেক সুনাম অর্জন করে এসেছে এই সংগঠন।
জানা যায় ম্যাজিক মোহন সভাপতি নির্বাচিত হওয়া পর থেকে এক বছরের ভিতরে প্রায় ১৫০ জনের অধিক সেচ্চায় বিনামূল্যে রক্ত দান করে আসছে এই সংগঠন। যদিও রক্তের গ্রুপ মিলাতে সমস্যা হয় তাহলে করে দেন সংগ্রহ, তারপড়েও তারা রোগীকে বাঁচানোর যতেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংগঠনের প্রত্যেকটা সদস্যই কাজ করে যাচ্ছেন অভিরাম। রক্তের অভাবে কতো না অসুবিধায় পরছেন অনেকে, কেউ আবার মৃত্যুর সাথেও পাঞ্জা লড়ছেন, আর সেই খবর সোনা মাত্রই ছুটে যায় এই সংগঠন। বাড়িয়ে দেয় মানবতার হাত। এখন তারা প্রতিনিয়তই রক্ত সেবায় নিয়োজিত আছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন